কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫ এ ১২:৫৯ PM
কন্টেন্ট: পাতা

| স্থানের নাম | নীলকণ্ঠ টি কেবিন, শ্রীমঙ্গল |
| এক বাক্যে পরিচিতি | সাত রংয়ের চায়ের দোকান। |
| সংক্ষিপ্ত বর্ণনা | নীলকণ্ঠ টি কেবিন শ্রীমঙ্গলের একটি চায়ের দোকান। চায়ের স্বাদ নিতে চা প্রেমীরা বিভিন্ন জায়গা থেকে ছুটে আসেন এখানে। শরবত-মিষ্টি স্বাদ থেকে শুরু করে ঝাঁঝালো লবঙ্গ সহ প্রতিটা স্তরের আলাদা আলাদা স্বাদ রয়েছে এবং বর্ণের দিক থেকে রংধনুর মতো বর্ণীল। সাত রং চা নীলকণ্ঠ টি কেবিনে পাওয়া যায়। এই চায়ের দোকানে বৈচিত্র্যময় চায়ের বাহার রয়েছে। স্বতন্ত্র পাঁচ রঙের চা ছাড়াও ১ থেকে ৭ রঙের চা সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়। |
| দূরত্ব | ঢাকা থেকে প্রায় ১৮২ কি.মি.. উপজেলা সদর থেকে প্রায় ২ কি.মি.. যোগাযোগ মাধ্যম- ট্রেন, বাস, মাইক্রোবাস, মোটর সাইকেল, সিএনজি অটোরিক্সা |
| কিভাবে যাবেন | শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন বা বাসস্ট্যান্ড বা শ্রীমঙ্গল/ ভানুগাছ/শমশেরনগর রেলওয়ে স্টেশন হতে বাস, সিএনজি, জীপগাড়ি/ চাঁন্দের গাড়ি ও মোটর সাইকেল এর মাধ্যমে যাওয়া যাবে। |
| পার্শ্ববর্তী দর্শনীয় স্থান | বধ্যভূমি-৭১, বিটিআরআই, শিতেস বাবুর চিড়িয়াখানা ও অন্যান্য |
| পার্শ্ববর্তী রেস্টুরেন্ট | ভাই ভাই হোটেল এন্ড রেস্টুরেন্ট, শাহ জালাল রেস্টুরেন্ট ও অন্যান্য |
| পার্শ্ববর্তী হোটেল | হোটেল মেরিনা, টি হ্যাভেন রিসোর্ট ও অন্যান্য |
| ম্যাপ (জিপিএস লোকেশন) |