Sunday January 2026

হটলাইন

কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫ এ ০৩:৫২ PM

প্রশিক্ষন বিস্তারিত

কন্টেন্ট: পাতা

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সরকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দিয়েছে। এরই ধারাবাহিকতায় উপজেলা পর্যায়ে আইসিটি অফিসগুলো প্রযুক্তি শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও সাইবার নিরাপত্তা বিষয়ে নানাবিধ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। উপজেলা আইসিটি অফিস, শ্রীমঙ্গল, মৌলভীবাজারও এই উদ্যোগের অংশ হিসেবে সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী ও তরুণ উদ্যোক্তাদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ ও সেমিনারের আয়োজন করেছে।

১. সাইবার সিকিউরিটি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

উপজেলা পরিষদ সভাকক্ষে “Cyber Security Best Practices for Office” শীর্ষক একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের ২০ জন কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন। কর্মশালায় অফিসের তথ্য সুরক্ষা, পাসওয়ার্ড ব্যবস্থাপনা, ইমেইল নিরাপত্তা ও সাইবার হুমকি প্রতিরোধ বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা সাইবার ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে বাস্তব ধারণা লাভ করেন।

২. ওমেন ই-কমার্স প্রফেশনাল প্রশিক্ষণ

ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে ছয় মাস মেয়াদে “ওমেন ই-কমার্স প্রফেশনাল” প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়। এতে ২৫ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। প্রশিক্ষণে অনলাইন ব্যবসা পরিচালনা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ও ডিজিটাল বিক্রয় কৌশল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। অনেক অংশগ্রহণকারী প্রশিক্ষণ শেষে অনলাইন উদ্যোক্তা হিসেবে আত্মনির্ভরশীল হয়ে উঠেছেন।

৩. গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষণ (ব্যাচ–১ ও ব্যাচ–২)

গ্রাফিক্স ডিজাইন ব্যাচ–১” প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এবং “ব্যাচ–২” অনুষ্ঠিত হয় বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ে। উভয় কোর্সের মেয়াদ ছিল ছয় মাস এবং প্রতিটি ব্যাচে ২০ জন করে ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। প্রশিক্ষণে Photoshop, Illustrator প্রভৃতি সফটওয়্যার ব্যবহার, লোগো, পোস্টার, ও ব্যানার ডিজাইন শেখানো হয়।

৪. ওয়েব ডেভেলপমেন্ট ও ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ

দারিকাপাল মহিলা কলেজে ছয় মাস মেয়াদে দুটি প্রশিক্ষণ আয়োজন করা হয় — “ওয়েব ডেভেলপমেন্ট” ও “ডিজিটাল মার্কেটিং”। প্রতিটি কোর্সে ২০ জন করে ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। ওয়েব ডেভেলপমেন্ট প্রশিক্ষণে HTML, CSS, JavaScript ও WordPress শেখানো হয়; অপরদিকে ডিজিটাল মার্কেটিং কোর্সে SEO, সোশ্যাল মিডিয়া প্রচারণা ও অনলাইন ব্র্যান্ডিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

৫. সেমিনার: তারুণ্যের দক্ষতা উন্নয়নে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভূমিকা

তরুণ প্রজন্মকে আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত করতে “তারুণ্যের দক্ষতা উন্নয়নে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (AI) ভূমিকা” শীর্ষক একটি সেমিনার আয়োজন করা হয়। এতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, নৈতিক দিক এবং ভবিষ্যৎ কর্মক্ষেত্রে এর প্রভাব নিয়ে আলোচনা করা হয়।

উপজেলা আইসিটি অফিস, শ্রীমঙ্গল কর্তৃক আয়োজিত এই প্রশিক্ষণ ও সেমিনারসমূহ স্থানীয় পর্যায়ে তথ্যপ্রযুক্তি জ্ঞান বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকারি কর্মকর্তা থেকে শুরু করে শিক্ষার্থী ও নারী উদ্যোক্তারা এসব কার্যক্রমের মাধ্যমে প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জন করছেন। এই উদ্যোগগুলো ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের রূপান্তর প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অবদান রাখছে।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন