Monday January 2026

হটলাইন

কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫ এ ১২:৫৪ PM

নিরালা খাসিয়া পুঞ্জি

কন্টেন্ট: পাতা


স্থানের নাম

নিরালা খাসিয়া পুঞ্জি

এক বাক্যে পরিচিতি

শ্রীমঙ্গলে বসবাসরত নৃ-গোষ্ঠি খাসিয়াদের বসবাসস্থল।

সংক্ষিপ্ত বর্ণনা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দর্শনার্থীদের অন্যতম পছন্দের স্থান নিরালা খাসিয়া পুঞ্জি। সুবিশাল পাহাড়ের উপর যেখানে রয়েছে দৃষ্টিনন্দন প্রকৃতি‌। যা দেখলে নিমিষেই যে কারো মন জুড়িয়ে যায়। শ্রীমঙ্গল শহর থেকে নিরালা পুঞ্জীর অবস্থান প্রায় ১৫ কিলোমিটার দূরে।প্রকৃতির এই সুন্দর রূপ দেখতে আঁকাবাঁকা পাহাড়ি পথ বয়ে চলেছে নিরালা পুঞ্জিতে।

দূরত্ব

ঢাকা থেকে প্রায় ১৯৫ কি.মি.

শ্রীমঙ্গল থেকে প্রায় ১৫ কি.মি..

যোগাযোগ মাধ্যম- জীপগাড়ি/চাঁন্দের গাড়ি, সিএনজি ও মোটর সাইকেল

কিভাবে যাবেন

শ্রীমঙ্গল/মৌলভীবাজার বাসস্ট্যান্ড বা শ্রীমঙ্গল/ ভানুগাছ/শমশেরনগর রেলওয়ে স্টেশন হতে জীপগাড়ি/চাঁন্দের গাড়ি, সিএনজি ও মোটর সাইকেল এর মাধ্যমে যাওয়া যাবে।

পার্শ্ববর্তী দর্শনীয় স্থান

লালটিলা, বধ্যভূমি-৭১, শিতেস বাবুর চিড়িয়াখানা ও অন্যান্য

পার্শ্ববর্তী রেস্টুরেন্ট

কুটুমবাড়ি রেস্টুরেন্ট, ভোজন আড্ডা রেস্টুরেন্ট ও অন্যান্য

পার্শ্ববর্তী হোটেল

হোটেল আল রহমান, হোটেল ইউনাইটেড, টি-হেভেন রিসোর্ট, হোটেল মেরিনা ও অন্যান্য

ঝুঁকিসমূহ

অনেক জায়গায় মোবাইল সিগনাল দুর্বল বা একদম থাকে না, ফলে জরুরি যোগাযোগ ব্যাহত হতে পারে।

ম্যাপ (জিপিএস লোকেশন)

https://shorturl.ad/gXtJK

পরামর্শ

ভ্রমণ গাইড সাথে নিয়ে চলাচলের পরামর্শ।

ফাইল ১

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন