Sunday January 2026

হটলাইন

কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫ এ ১২:৫৮ PM

ভ্রমণ নির্দেশনা ও সতর্কতা

কন্টেন্ট: পাতা

ক্রমিক নং

পর্যটন এলাকা

সতর্কতা

১।

হাওর ও বিল

  • হাওরের প্রবল ঢেউয়ে খু্বই সতর্ক হয়ে নৌকায় ভ্রমণ করা
  • নৌকায় বসে বেশি নড়াচড়া না করা।
  • সাঁতার না জানলে লাইফ জ্যাকেট সাথে নিয়ে ভ্রমণ করা।
  • নিজস্ব সতর্কতা অবলম্বনপূর্বক ভ্রমণ করা।

২।

পাহাড়/টিলা

  • উচু-নিচু টিলায় চা বাগান অবস্থিত হওয়ায় ভ্রমণের সময় টিলায় উঠা বা নামার সময় সতর্কতার সাথে চলাচল করতে হয়।
  • পাহাড়ি এলাকা বৃষ্টির দিনে পিচ্ছিল হয়, তাই খুবই সতর্কতার সাথে চলাচল করা।
  • পাহাড়ী সরু রাস্তায় বাড়তি সতর্ক হওয়া।

৩।

রিসোর্ট/পার্ক

  • বিভিন্ন রাইডে আরোহন করার সময় সতর্ক হওয়া
  • পার্কে আনন্দ উপভোগ করার সময় শিশুদের বাড়তি নজরে রাখা।

৪।

চিড়িয়াখানা

  • চিড়িয়াখানার প্রাণীদের থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করা।

৫।

বিবিধ (মহাসড়ক/সড়ক এর পার্শ্ববর্তী পর্যটন স্পট)

  • মহাসড়ক/সড়কের পাশে যে সকল পর্যটন স্পট রয়েছে, সে সকল জায়গায় একটু বাড়তি সাবধানতা অবলম্বন করা জরুরি।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন