কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫ এ ০২:৫৩ PM
কন্টেন্ট: পাতা

| স্থানের নাম | বাইক্কা বিল |
| এক বাক্যে পরিচিতি | হাইল হাওড়ে অবস্থিত একটি বিল। |
| সংক্ষিপ্ত বর্ণনা | বাইক্কা বিল, মৌলভীবাজার জেলার প্রখ্যাত চা বাগান সমৃদ্ধ শহর শ্রীমঙ্গলের হাইল হাওড়ের পূর্বদিকের একটি জলাভূমির নাম। এ বিলটি মৎ স্য সম্পদের একটি অভয়াশ্রম। আইড়, কই, মেনি, ফলি, পাবদাসহ অনেক প্রজাতির মাছ এখানে বংশবৃদ্ধি করে পুরো হাওড়ে ছড়িয়ে পড়ে। এই বিল মাছের জন্যেই শুধু নয়, পাখি এবং অন্যান্য অনেক প্রাণীর জন্যও একটি চমৎকার নিরাপদ আবাসস্থল। এটি একটি নয়নাভিরাম যেখানে হাজারো শাপলা আর পদ্ম ফুল ফোটে। |
| দূরত্ব | ঢাকা থেকে দূরত্ব প্রায় ২০০ কি.মি. জেলা সদর থেকে দূরত্ব প্রায় ২০ কি.মি. উপজেলা সদর থেকে দূরত্ব প্রায় ১৮ কি.মি. যোগাযোগ মাধ্যম- ট্রেন, বাস, মাইক্রোবাস, সিএনজি, মোটর সাইকেল, অটোরিক্সা। |
| কিভাবে যাবেন | বাস বা ট্রেনে করে শ্রীমঙ্গল আসার পর সিএনজি অথবা অটোরিক্সা ভাড়া করে বাইক্কা বিল যেতে হবে। |
| পার্শ্ববর্তী দর্শনীয় স্থান | মিরতিংগা চা বাগান, প্র্রেম নগর চা বাগান ও অন্যান্য |
| রেস্টুরেন্ট/খাবারের তথ্য | গ্রান্ড তাজ রেস্টুরেন্ট, বেঙ্গল ফুডস (শ্রীমঙ্গল) ও অন্যান্য |
| পার্শ্ববর্তী হোটেল | দুসাই রিসোর্ট এন্ড স্পা, তামিম রিসোর্ট ও অন্যান্য |
| ঝুঁকিসমূহ | মোবাইল সিগনাল দুর্বল হতে পারে। |
| ম্যাপ (জিপিএস লোকেশন) | |
| পরামর্শ | প্রয়োজনীয় সেফটি সরঞ্জামাদি সাথে রাখুন। |