Monday January 2026

হটলাইন

কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫ এ ১২:২৪ PM

দার্জিলিং টিলা

কন্টেন্ট: পাতা


স্থানের নাম

দার্জিলিং টিলা, শ্রীমঙ্গল

এক বাক্যে পরিচিতি

ভারতের দার্জিলিংয়ের চা বাগানের মতো সাজানো-গোছানো হওয়ায় জায়গাটি পরিচিতি পেয়েছে ‘দার্জিলিং টিলা’ নামে।


সংক্ষিপ্ত বর্ণনা

শ্রীমঙ্গলের চা বাগানের সৌন্দর্য অপূর্ব। এক বাগান থেকে অন্য বাগানের সৌন্দর্য ভিন্ন। নয়নাভিরাম সেই সৌন্দর্যের টানে বছর জুড়েই পর্যটকদের আনাগোনা লেগে থাকে এই চায়ের রাজধানীতে। সম্প্রতি শ্রীমঙ্গলে পর্যটনে নতুন মাত্রা যোগ করেছে এম আর খান চা-বাগানের ‘দার্জিলিং টিলা’।

শ্রীমঙ্গল শহর থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে এম আর খান চা-বাগানের অবস্থান। বাগানের ৭ নম্বর সেকশনটি অনেকটাই ভারতের দার্জিলিংয়ে অবস্থিত চা-বাগানের মতো। সাজানো-গোছানো জায়গাটি তাই সবার কাছে পরিচিতি পাচ্ছে ‘দার্জিলিং টিলা’ নামে।


দূরত্ব

ঢাকা থেকে দূরত্ব প্রায় ১৯০ কি.মি.

জেলা সদর থেকে দূরত্ব প্রায় ৪০ কি.মি.

শ্রীমঙ্গল উপজেলা হতে দুরত্ব প্রায় ০৯ কি.মি.

যোগাযোগ মাধ্যম- ট্রেন, বাস, মাইক্রোবাস, সিএনজি, মোটর সাইকেল, অটোরিক্সা

কিভাবে যাবেন

বাংলাদেশের যেকোন প্রান্ত থেকে শ্রীমঙ্গল উপজেলায় আসার পরে সেখান থেকে সিএনজি-অটোরিক্সা ও মোটর সাইকেলের মাধ্যমে সহজে যাওয়া যায়।

পার্শ্ববর্তী দর্শনীয় স্থান

বাংলাদেশ চা গবেষণা কেন্দ্র (বিটিআরআই), চা শিল্প জাদুঘর, হরিণছড়া গলফ মাঠ ও অন্যান্য

পার্শ্ববর্তী রেস্টুরেন্ট

টি ভ্যালী হোটেল এন্ড রেস্টুরেন্ট, শাহজালাল রেস্টুরেন্ট ও অন্যান্য

পার্শ্ববর্তী হোটেল

গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ, লেমন গার্ডেন রিসোর্ট ও অন্যান্য

ঝুঁকিসমূহ

উঁচু টিলার রাস্তা বর্ষায় পিচ্ছিল হতে পারে।

ম্যাপ (জিপিএস লোকেশন)

//shorturl.at/KwJTZ

পরামর্শ

উঁচু টিলা হওয়ায় হাঁটার সময় সতর্কতা অবলম্বন করা।



ফাইল ১

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন