Monday January 2026

হটলাইন

কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫ এ ০২:২০ PM

ক্যামেলিয়া লেক

কন্টেন্ট: পাতা

স্থানের নাম

ক্যামেলিয়া লেক, কমলগঞ্জ

এক বাক্যে পরিচিতি

ছোট-বড় পাহাড়ি টিলার সমন্বয়ে একটি লেক

সংক্ষিপ্ত বর্ণনা

চারদিক শব্দহীন চা বাগানের উঁচুনিচু বেশ কয়েকটি টিলায় চায়ের গালিচা। মাথার ওপরে নীল আকাশ। আকাশের সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। তার প্রতিচ্ছবি ফুটে উঠছে নিচের লেকের পানিতে। আর লেকের পানিতে ঝাঁক বেঁধে ঘুরে বেড়াচ্ছে অতিথি পাখি। চারপাশে যত দূর চোখ যায়, ছোট-বড়পাহাড়ি টিলা ঢাকা চা-বাগান। এরই মধ্যে টলটলে পানির অপরূপ লেক ক্যামেলিয়া লেক।ক্যামেলিয়া লেকটি সবার কাছে এখন সুপরিচিত। যাওয়ার পথটাও নিরিবিলি। ভ্রমণপিপাসুরা সেখানে যেতে পারেন। ফেরার পথেই আবার দেখা মেলে শমশেরনগরের মনোমুগ্ধকর গলফ মাঠ। এখানে কিছু সময় বিশ্রাম নিয়ে আনন্দ উপভোগ করতে পারবেন পর্যটক-ভ্রমণপিপাসুরা।সেখানে বসে সঙ্গে আনা খাবার খেতে আনন্দ যেন দ্বিগুণ বাড়ে। তবে শমশেরনগর চা-বাগান কর্তৃপক্ষ সূত্র জানায়, সাধারণত লেক ও গলফ মাঠ রক্ষণাবেক্ষণের স্বার্থে সহজে কাউকে, বিশেষ করে বড় দলকে প্রবেশ করতে দেওয়া হয় না। তবে আগাম যোগাযোগ করে কিছু শর্তাবলি মেনে আসলে ছোট ছোট দলকে ক্যামেলিয়া লেকে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

দূরত্ব

ঢাকা থেকে দূরত্ব প্রায় ২২০ কি.মি.

শ্রীমঙ্গল উপজেলা সদর থেকে দূরত্ব প্রায় ৪০ কি.মি.

যোগাযোগ মাধ্যম- ট্রেন, বাস, মাইক্রোবাস, সিএনজি, মোটর সাইকেল, অটোরিক্সা

কিভাবে যাবেন

বাস, ট্রেন বা বিমান যেভাবেই হোক না কেনো প্রথমে মৌলভীবাজার অথবা শ্রীমঙ্গল অথবা ভানুগাছ অথবা শমসেরনগর রেল স্টেশনে নামতে হবে। শমসেরনগর হতে প্রায় ৩ কিলোমিটার। সময় লাগবে প্রায় ১৫ মিনিট। শ্রীমঙ্গল থেকে ক্যামেলিয়া লেক যাওয়ার জন্য বাস, সিএনজি ও জীপ রয়েছে। এছাড়া স্থানীয় ভানুগাছ বাসস্ট্যান্ড থেকে শমসেরনগর যাওয়ার লোকাল বাসও রয়েছে। লাউয়াছড়া বনের গাঁ ঘেঁষে আঁকা-বাঁকা পাহাড়ি পথ ও টিলা পার হয়ে পৌঁছে যাওয়া যায় শমসেরনগর ক্যামেলিয়া লেক।

পার্শ্ববর্তী দর্শনীয় স্থান

শমসেরনগর গলফ মাঠ, দেবলছড়া পুঞ্জি ও অন্যান্য

পার্শ্ববর্তী রেস্টুরেন্ট

ভাই ভাই হোটেল এন্ড রেস্টুরেন্ট, বিসমিল্লাহ হোটেল এন্ড টেকওয়ে ও অন্যান্য

পার্শ্ববর্তী হোটেল

১। হীড বাংলাদেশ রেস্ট হাউস

২। অরণ্য নিবাস রিসোর্ট ও অন্যান্য

ম্যাপ (জিপিএস লোকেশন)

https://maps.app.goo.gl/f4WdfX9SeFuzZChJA

পরামর্শ

লেকের পানিতে সাঁতার না কাঁটা।

ফাইল ১

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন