Monday January 2026

হটলাইন

কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫ এ ১২:৩৫ PM

শমসেরনগর গলফ মাঠ

কন্টেন্ট: পাতা

স্থানের নাম

শমসেরনগর গলফ মাঠ, কমলগঞ্জ

এক বাক্যে পরিচিতি

গলফ খেলার একটি উত্তম জায়গা।

সংক্ষিপ্ত বর্ণনা

মৌলভীবাজারের শমশেরনগর-চাতলাপুর সড়কটি গেছে শমশেরনগর চা-বাগানের ভেতর দিয়ে। সড়কের দুই পাশে চা গাছ, সারি সারি ছায়াবৃক্ষ। দু–চারটি বট-অশ্বত্থ গাছের দেখা পাওয়া যায়। কোথাও চা-শ্রমিকদের লাইন (চা-শ্রমিকদের বসবাসের ঘরবাড়ি), লাইনে মানুষের শান্ত জীবন। চা-বাগানটি পড়েছে মৌলভীবাজারের কমলগঞ্জে। চা-বাগানের ভেতরই গলফ মাঠটি। মাঠজুড়ে বিছানো সবুজ চাদর বিভিন্ন দিকে ছড়িয়ে গেছে। কোথাও কিছুটা সমান, তারপর ঢালু হয়ে আবার সমান হয়ে গেছে। অনেকটা প্রান্তরজুড়ে এই সবুজের বিস্তৃতি। এক টিলায় আটকে নেই এই খোলা সবুজ হৃদয়। কয়েকটি টিলা এ রকম ঘাসে ঘাসে গাঁথা হয়ে আছে।

দূরত্ব

ঢাকা থেকে দূরত্ব প্রায় ২০১ কি.মি.

শ্রীমঙ্গল উপজেলা সদর থেকে দূরত্ব প্রায় ২১ কি.মি.

যোগাযোগ মাধ্যম- ট্রেন, বাস, মাইক্রোবাস, সিএনজি, মোটর সাইকেল, অটোরিক্সা

কিভাবে যাবেন

বাস, ট্রেন বা বিমান যেভাবেই হোক না কেনো প্রথমে মৌলভীবাজার অথবা শ্রীমঙ্গল অথবা ভানুগাছ অথবা শমসেরনগর রেল স্টেশনে নামতে হবে। যারা এ জায়গায় যেতে ইচ্ছা পোষণ করবেন তাদের কমলগঞ্জ অথবা শ্রীমঙ্গল শহর হতে যানবাহন ভাড়া করতে হবে। সেখান থেকে দূরত্ব প্রায় ১ কিলোমিটার। সময় লাগবে প্রায় ৫ মিনিট। শ্রীমঙ্গল থেকে গলফ মাঠে যাওয়ার জন্য বাস, সিএনজি ও জীপ রয়েছে। এছাড়া স্থানীয় ভানুগাছ বাসস্ট্যান্ড থেকে শমসেরনগর যাওয়ার লোকাল বাসও রয়েছে।

পার্শ্ববর্তী দর্শনীয় স্থান

ক্যামেলিয়া লেক, দেবলছড়া পুঞ্জি ও অন্যান্য

পার্শ্ববর্তী রেস্টুরেন্ট

ভাইভাই হোটেল এন্ড রেস্টুরেন্ট, কুমিল্লা রেস্টুরেন্ট ও অন্যান্য

পার্শ্ববর্তী হোটেল

১। জেলা পরিষদ ডাক বাংলো, কমলগঞ্জ

২। হীড বাংলাদেশ রেস্ট হাউস ও অন্যান্য

ম্যাপ (জিপিএস লোকেশন)

https://maps.app.goo.gl/SsJyn6VTbASHRXeMA

ফাইল ১

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন