Monday January 2026

হটলাইন

কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫ এ ১২:৫১ PM

মাধবপুর চা বাগান ও লেক

কন্টেন্ট: পাতা

স্থানের নাম

মাধবপুর চা বাগান ও লেক

এক বাক্যে পরিচিতি

নীল জলরাশিতে স্বপ্ন জাগানো নীলপদ্ম সম্বলিত মাধবপুর লেক এক অপার বিস্ময় ও জলাধার।

সংক্ষিপ্ত বর্ণনা

‘ মাধবপুর হ্রদ’ সিলেটের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত একটি ‘কৃত্রিম জলাধার’। বাংলাদেশের পর্যটন আকর্ষণগুলোর মধ্যে এই হ্রদটি অন্যতম। এই হ্রদটি বাংলাদেশের উত্তর-পূর্ব কোণে অবস্থিত সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখলা এলাকায়। এই স্থানটি জেলা শহর মৌলভীবাজার থেকে প্রায় ২৭ কিলোমিটার দক্ষিণে ও বাংলাদেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র শ্রীমঙ্গল থেকে প্রায় ১০ কিলোমিটার পূর্বে। এখানে হ্রদের পানিতে রয়েছে নীল পদ্ম আর বেগুনী শাপলা; দেখা যায় গোলপাতা আর শালুকের ঝাড়। টিলার ঝোপঝাড়ে আছে নানা বর্ণের বুনো ফুল, যাদের মধ্যে ভাঁট ফুলই প্রধান। চা বাগানের মধ্যে বলে প্রাকৃতিক গাছের পরিমাণ স্বল্প; দেখা মেলে ছায়া বৃক্ষের। হ্রদের জলে দেখা মেলে বিভিন্ন জাতের হাঁস, সরালি, পানকৌড়ি, জলপিপি প্রভৃতি জলচর ও পরিযায়ী পাখির।

দূরত্ব

ঢাকা থেকেদূরত্ব প্রায় ২০১ কি.মি.

শ্রীমঙ্গল উপজেলা সদর থেকে দূরত্ব প্রায় ২২ কি.মি.

যোগাযোগ মাধ্যম- ট্রেন, বাস, মাইক্রোবাস, সিএনজি, মোটর সাইকেল, অটোরিক্সা।

কিভাবে যাবেন

শ্রীমঙ্গল/মৌলভীবাজার বাসস্ট্যান্ড বা শ্রীমঙ্গল/ ভানুগাছ/শমশেরনগর রেলওয়ে স্টেশন হতে বাস, মাইক্রোবাস, সিএনজি অটোরিক্সার মাধ্যমে যাওয়া যাবে। এছাড়া কার/ মাইক্রোবাসের মাধ্যমে সরাসরি যাওয়া যায়।

পার্শ্ববর্তী দর্শনীয় স্থান

বীরশেষ্ঠ হামিদুর রহমান স্মৃতি সৌধ, লাউয়াছড়া জাতীয় উদ্যান ও অন্যান্য

পার্শ্ববর্তী রেস্টুরেন্ট

পানাহার রেস্টুরেন্ট, গ্রামের বাড়ি রেস্টুরেন্ট ও অন্যান্য

পার্শ্ববর্তী হোটেল/আবাসন

১। অরণ্য নিবাস রিসোর্ট

২। ভানুবিল মাঝেরগাঁও মণিপুরী কমিউনিটি বেইজড ট্যুরিজম ও অন্যান্য

ঝুঁকিসমূহ

লেকের গভীরতা বেশি তাই সাঁতার না জানা বা অতিরিক্ত আত্মবিশ্বাসী হলে পানিতে ডুবে যাওয়ার ঝুঁকি থাকে।

ম্যাপ (জিপিএস লোকেশন)

https://maps.app.goo.gl/tB8rE4i14X8QdvnG9

পরামর্শ

পানিতে না নামার পরামর্শ এবং লেকের অভ্যন্তরে চলাচলের জন্য ভ্রমণ গাইডের পরামর্শ মেনে চলা

ফাইল ১

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন