কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫ এ ১২:২২ PM
কন্টেন্ট: পাতা

| স্থানের নাম | রাবার প্লান্টেশন গার্ডেন, শ্রীমঙ্গল |
| এক বাক্যে পরিচিতি | সারি-সারি গাছের সমারোহে অত্যন্ত সুন্দর একটি বাগান |
| সংক্ষিপ্ত বর্ণনা | “সাদা সোনা” বলে খ্যাত রাবার একটি মহামূল্যবান সম্পদ। সিলেট বিভাগের মধ্যে মৌলভীভাজার জেলায় সবচেয়ে বেশি রাবার উৎপাদিত হয়। শ্রীমঙ্গল উপজেলার প্রায় ১৭৪৪ একর বিশিষ্ট সাতগাও রাবার বাগানের প্রায় ১৭৪৪ একর এলাকায় ১৯৭১ সাল থেকে রাবার আবাদ করা হচ্ছে।মৌলভীবাজারেরর রাবার শিল্পকে কেন্দ্র করে সম্প্রতি শ্রীমঙ্গল উপজেলায় একটি উচ্চ ক্ষমতাসস্পন্ন রাবার কাঠ ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করা হয়েছে। |
| দূরত্ব | ঢাকা থেকে দূরত্ব প্রায় ১৭০ কি.মি. শ্রীমঙ্গল উপজেলা সদর থেকে দূরত্ব প্রায় ১১ কি.মি. যোগাযোগ মাধ্যম- ট্রেন, বাস, মাইক্রোবাস, সিএনজি, মোটর সাইকেল, অটোরিক্সা |
| কিভাবে যাবেন | ঢাকা থেকে ট্রেন/বাস/মাইক্রোবাস যোগে শ্রীমঙ্গল/মৌলভীবাজার বাসস্ট্যান্ড, হতে সিএনজি অটোরিক্সার মাধ্যমে যাওয়া যাবে। এছাড়া কার/ মাইক্রোবাসের মাধ্যমে সরাসরি যাওয়া যায়। |
| পার্শ্ববর্তী দর্শনীয় স্থান | সাতগাঁও চা বাগান, চা কন্যা ভাস্কর্য ও অন্যান্য |
| পার্শ্ববর্তী রেস্টুরেন্ট | শাহজালাল বেকারি, গৌঁরাচাঁদ মিষ্টান্ন ভান্ডার ও অন্যান্য |
| পার্শ্ববর্তী হোটেল | টি হেভেন রিসোর্ট, হোটেল মেরিনা ও অন্যান্য |
| ম্যাপ (জিপিএস লোকেশন) |