কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫ এ ০২:২৯ PM
কন্টেন্ট: পাতা

| স্থানের নাম | ডিনস্টন সিমেট্রি, শ্রীমঙ্গল |
| এক বাক্যে পরিচিতি | শতবর্ষের অধিক সময়ের স্মৃতিবিজড়িত শ্রীমঙ্গলের ডিনস্টন সিমেট্রি। |
| সংক্ষিপ্ত বর্ণনা | শ্রীমঙ্গল উপজেলা শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে চা বাগান বেষ্টিত রাজঘাট ইউনিয়নের জেমস ফিনলে চা কোম্পানির মালিকানাধীন ডিনস্টন চা বাগানের ভেতরে অবস্থিত এই ঐতিহাসিক সমাধিক্ষেত্র। সবুজে ঘেরা, সুনশান নিরব প্রকৃতির কোলে এই সমাধিক্ষেত্র জুড়ে রয়েছে ব্রিটিশদের নানা স্মৃতিগাঁথা। |
| দূরত্ব | ঢাকা থেকে দূরত্ব প্রায় ১৯৪ কি.মি. শ্রীমঙ্গল উপজেলা হতে দুরত্ব প্রায় ১৪ কি. মি. যোগাযোগ মাধ্যম- ট্রেন, বাস, মাইক্রোবাস, সিএনজি, মোটর সাইকেল, অটোরিক্সা |
| কিভাবে যাবেন | শ্রীমঙ্গল শহর থেকে কার, মাইক্রোবাস ও অটোরিক্সা ভাড়া করে সহজেই ডিনস্টন চা বাগানে যাওয়া যায়। |
| পার্শ্ববর্তী দর্শনীয় স্থান | ডিনস্টন চা বাগান ও রাবার বাগান ও অন্যান্য |
| পার্শ্ববর্তী রেস্টুরেন্টপার্শ্ববর্তী | গ্র্যান্ডতাজ, হাবিব হোটেল, কুটুম বাড়ী, শ্রীমঙ্গল ইন ও অন্যান্য |
| পার্শ্ববর্তী হোটেল | হোটেল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ, জঙ্গল কটেজ, দহলিজ শ্রীমঙ্গল, ডি'মোর শ্রীমঙ্গল হোটেল এন্ড রিসোর্ট ও অন্যান্য |
| ম্যাপ (জিপিএস লোকেশন) | |
| পরামর্শ | ডিনস্টন সিমেট্রি এর পবিত্রতা রক্ষায় সতর্ক হওয়া প্রয়োজন । |