কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫ এ ০১:৩৬ PM
কন্টেন্ট: পাতা

| স্থানের নাম | চা গবেষণা কেন্দ্র, শ্রীমঙ্গল |
| এক বাক্যে পরিচিতি | চা গবেষণার জন্য বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান |
| সংক্ষিপ্ত বর্ণনা | চায়ের রাজ্যখ্যাত সবুজ শ্যামলে ঘেরা শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট। গবেষণার মাধ্যমে উন্নততর প্রযুক্তি উদ্ভাবন ও প্রয়োগের ধারাবাহিকতার লক্ষ্যেই প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই)। শুরু থেকেই বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটটি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ চা বোর্ডের অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম চালিয়ে আসছে। বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে উচ্চ ফলনশীলতা ও গুনগত মান বৃদ্ধি, চা শিল্পের উন্নয়ন ও উৎকর্ষে বিজ্ঞান ভিত্তিক পরামর্শ ও সহায়তা দান এবং গবেষণালব্ধ প্রযুক্তি চা শিল্পে বিস্তার করাই এ প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য। |
| দূরত্ব | ঢাকা থেকে দূরত্ব প্রায় ১৮৩ কি.মি. জেলা সদর থেকে দূরত্ব প্রায় ২৩ কি.মি. শ্রীমঙ্গল উপজেলা হতে দুরত্ব প্রায় ২ কি. মি. যোগাযোগ মাধ্যম- ট্রেন, বাস, মাইক্রোবাস, সিএনজি, মোটর সাইকেল, অটোরিক্সা |
| কিভাবে যাবেন | বাংলাদেশের চা গবেষণা কেন্দ্রটি পড়েছে শ্রীমঙ্গলের মূল শহর থেকে মাত্র প্রায় ২ কিলোমিটার দূরে । কিন্তু শ্রীমঙ্গল পৌরসভার অন্তর্ভূক্ত । সংস্থাটিকে সংক্ষেপে সবাই বিটিআরআই বলে জানেন। শহর থেকে ১০ থেকে ১৫ টাকা রিকশা ভাড়া দিয়ে সহজেই বিটিআরআই পৌছে যেতে পারেন । |
| পার্শ্ববর্তী দর্শনীয় স্থান | বধ্যভূমি ৭১, চা মিউজিয়াম, লাউয়াছড়া জাতীয় উদ্যান ও অন্যান্য |
| পার্শ্ববর্তী রেস্টুরেন্ট | গ্র্যান্ড তাজ, হাবিব হোটেল, কুটুম বাড়ী, শ্রীমঙ্গল ইন ও অন্যান্য |
| পার্শ্ববর্তী হোটেল | হোটেল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ ও অন্যান্য |
| ম্যাপ (জিপিএস লোকেশন) |