Monday January 2026

হটলাইন

কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫ এ ১১:৩৭ AM

নিমাই শিববাড়ি

কন্টেন্ট: পাতা



স্থানের নাম

নিমাই শিববাড়ি, শ্রীমঙ্গল

এক বাক্যে পরিচিতি

ত্রিপুরা মহারাজা কর্তৃক নির্মিত প্রায় ৭০০ বছরের পুরোনো শিববাড়ি।

সংক্ষিপ্ত বর্ণনা

শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী নিমাই শিববাড়ি ভ্রমণ পিপাসুদের কাছে একটি আকর্ষণীয় স্থান। এখানে শিব মন্দিরের পাশেই রয়েছে প্রায় ৯ একর জায়গা জুড়ে বিশাল দিঘী। দিঘীর চারপাশে বিস্তৃত এলাকা জুড়ে রয়েছে বিভিন্ন প্রজাতির বৃক্ষ।

দূরত্ব

ঢাকা থেকে দূরত্ব প্রায় ১৮৪ কি.মি.

উপজেলা সদর থেকে দূরত্ব প্রায় ৭ কি.মি.

যোগাযোগ মাধ্যম- সিএনজি, মোটর সাইকেল, অটোরিক্সা

কিভাবে যাবেন

শ্রীমঙ্গল হতে সিএনজি, অটোরিক্সা কিংবা মোটর সাইকেল যোগে নিমাই শিববাড়ি যাওয়া যায়

পার্শ্ববর্তী দর্শনীয় স্থান

হরিণছড়া চা বাগান, হরিণছড়া গলফ মাঠ ও অন্যান্য

পার্শ্ববর্তী রেস্টুরেন্ট

নূর ফুডস এন্ড রেস্টুরেন্ট, গাংচিল রেস্টুরেন্ট ও অন্যান্য

পার্শ্ববর্তী হোটেল

হোটেল হলিডে, চা লাক্সারী হোটেল ও অন্যান্য

ম্যাপ (জিপিএস লোকেশন)

https://maps.app.goo.gl/yCkNUKn6assfiApA6

পরামর্শ

মন্দিরের পবিত্রতা রক্ষা করে মন্দির ভ্রমণ করা।

ফাইল ১

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন