কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫ এ ১১:৩৭ AM
কন্টেন্ট: পাতা

| স্থানের নাম | নিমাই শিববাড়ি, শ্রীমঙ্গল |
| এক বাক্যে পরিচিতি | ত্রিপুরা মহারাজা কর্তৃক নির্মিত প্রায় ৭০০ বছরের পুরোনো শিববাড়ি। |
| সংক্ষিপ্ত বর্ণনা | শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী নিমাই শিববাড়ি ভ্রমণ পিপাসুদের কাছে একটি আকর্ষণীয় স্থান। এখানে শিব মন্দিরের পাশেই রয়েছে প্রায় ৯ একর জায়গা জুড়ে বিশাল দিঘী। দিঘীর চারপাশে বিস্তৃত এলাকা জুড়ে রয়েছে বিভিন্ন প্রজাতির বৃক্ষ। |
| দূরত্ব | ঢাকা থেকে দূরত্ব প্রায় ১৮৪ কি.মি. উপজেলা সদর থেকে দূরত্ব প্রায় ৭ কি.মি. যোগাযোগ মাধ্যম- সিএনজি, মোটর সাইকেল, অটোরিক্সা |
| কিভাবে যাবেন | শ্রীমঙ্গল হতে সিএনজি, অটোরিক্সা কিংবা মোটর সাইকেল যোগে নিমাই শিববাড়ি যাওয়া যায় |
| পার্শ্ববর্তী দর্শনীয় স্থান | হরিণছড়া চা বাগান, হরিণছড়া গলফ মাঠ ও অন্যান্য |
| পার্শ্ববর্তী রেস্টুরেন্ট | নূর ফুডস এন্ড রেস্টুরেন্ট, গাংচিল রেস্টুরেন্ট ও অন্যান্য |
| পার্শ্ববর্তী হোটেল | হোটেল হলিডে, চা লাক্সারী হোটেল ও অন্যান্য |
| ম্যাপ (জিপিএস লোকেশন) | |
| পরামর্শ | মন্দিরের পবিত্রতা রক্ষা করে মন্দির ভ্রমণ করা। |