কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫ এ ১২:২৯ PM
কন্টেন্ট: পাতা

| স্থানের নাম | লালটিলা মন্দির |
| এক বাক্যে পরিচিতি | চা বাগানের অভ্যন্তরে লাল মাটির টিলার শিখরে অবস্থিত কালি মন্দির। |
| সংক্ষিপ্ত বর্ণনা | মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা সদর থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে অবস্থিত ফিনলে টি কোম্পানির ফুলছড়া চা বাগানের ৫ নাম্বার সেকশনে একটি লালটিলায় কালীমন্দিরটির অবস্থান। ফুলছড়া চা বাগানের প্রবেশমুখে প্রথম নিরাপত্তা গেট থেকে বাম পাশ দিয়ে পাহাড়ি আঁকাবাঁকা সড়ক ধরে চা বাগানের ভেতর দিয়ে প্রায় ২ কিলোমিটার সামনে এগোলেই আকর্ষণীয় লালমাটি টিলার ওপর চোখে পড়বে কালীমন্দিরটি। দুই পাশের সারি সারি চা বাগানের অভ্যন্তর এবং দুর্গম পাহাড় কেটে তৈরিকৃত মেঠোপথ দিয়ে হেঁটে প্রায় ২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছতে হবে পাহাড়ের চূড়ায় অবস্থিত কালীমন্দিরে। চূড়ায় ওঠার পথে এগোতে হবে অত্যন্ত সাবধানে। টিলায় উঠলেই মনোপ্রাণ জুড়িয়ে যাবে। চারদিকের অপরূপ সৌন্দর্য মন কেড়ে নেবে মুহূর্তেই। |
| দূরত্ব | ঢাকা থেকে দূরত্ব প্রায় ১৮২ কি.মি. উপজেলা সদর থেকে দূরত্ব প্রায় ৪ কি.মি. যোগাযোগ মাধ্যম- মাইক্রোবাস, সিএনজি, মোটর সাইকেল, অটোরিক্সা |
| কিভাবে যাবেন | শ্রীমঙ্গল/মৌলভীবাজার বাসস্ট্যান্ড বা শ্রীমঙ্গল/ ভানুগাছ/শমশেরনগর রেলওয়ে স্টেশন হতে মাইক্রোবাস, সিএনজি অটোরিক্সার মাধ্যমে যাওয়া যাবে। এছাড়া কার/ মাইক্রোবাসের মাধ্যমে সরাসরি যাওয়া যায়। |
| পার্শ্ববর্তী দর্শনীয় স্থান | মাগুরছড়া পুঞ্জি, খাসিয়া পুঞ্জি, বধ্যভূমি-৭১, শ্রীমঙ্গল ও অন্যান্য |
| পার্শ্ববর্তী রেস্টুরেন্ট | লন্ডন রেস্টুরেন্ট, কুটুমবাড়ি রেস্টুরেন্ট ও অন্যান্য |
| পার্শ্ববর্তী হোটেল | গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ, বালিশিরা রিসোর্ট ও অন্যান্য |
| ঝুঁকিসমূহ | বৃষ্টির সময় বা এর পরদিন জঙ্গলপথ অত্যন্ত পিচ্ছিল হয়, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। |
| ম্যাপ (জিপিএস লোকেশন) | |
| পরামর্শ | পার্কে অনুমোদিত স্থানীয় গাইডের সহায়তায় ভ্রমণ করলে পথ হারানোর ঝুঁকি থাকে না এবং জীববৈচিত্র্য সম্পর্কে অনেক তথ্য জানা যায়। |