Monday January 2026

হটলাইন

কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫ এ ১২:২৯ PM

লালটিলা মন্দির

কন্টেন্ট: পাতা

স্থানের নাম

লালটিলা মন্দির

এক বাক্যে পরিচিতি

চা বাগানের অভ্যন্তরে লাল মাটির টিলার শিখরে অবস্থিত কালি মন্দির।

সংক্ষিপ্ত বর্ণনা

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা সদর থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে অবস্থিত ফিনলে টি কোম্পানির ফুলছড়া চা বাগানের ৫ নাম্বার সেকশনে একটি লালটিলায় কালীমন্দিরটির অবস্থান। ফুলছড়া চা বাগানের প্রবেশমুখে প্রথম নিরাপত্তা গেট থেকে বাম পাশ দিয়ে পাহাড়ি আঁকাবাঁকা সড়ক ধরে চা বাগানের ভেতর দিয়ে প্রায় ২ কিলোমিটার সামনে এগোলেই আকর্ষণীয় লালমাটি টিলার ওপর চোখে পড়বে কালীমন্দিরটি। দুই পাশের সারি সারি চা বাগানের অভ্যন্তর এবং দুর্গম পাহাড় কেটে তৈরিকৃত মেঠোপথ দিয়ে হেঁটে প্রায় ২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছতে হবে পাহাড়ের চূড়ায় অবস্থিত কালীমন্দিরে। চূড়ায় ওঠার পথে এগোতে হবে অত্যন্ত সাবধানে। টিলায় উঠলেই মনোপ্রাণ জুড়িয়ে যাবে। চারদিকের অপরূপ সৌন্দর্য মন কেড়ে নেবে মুহূর্তেই।

দূরত্ব

ঢাকা থেকে দূরত্ব প্রায় ১৮২ কি.মি.

উপজেলা সদর থেকে দূরত্ব প্রায় ৪ কি.মি.

যোগাযোগ মাধ্যম- মাইক্রোবাস, সিএনজি, মোটর সাইকেল, অটোরিক্সা

কিভাবে যাবেন

শ্রীমঙ্গল/মৌলভীবাজার বাসস্ট্যান্ড বা শ্রীমঙ্গল/ ভানুগাছ/শমশেরনগর রেলওয়ে স্টেশন হতে মাইক্রোবাস, সিএনজি অটোরিক্সার মাধ্যমে যাওয়া যাবে। এছাড়া কার/ মাইক্রোবাসের মাধ্যমে সরাসরি যাওয়া যায়।

পার্শ্ববর্তী দর্শনীয় স্থান

মাগুরছড়া পুঞ্জি, খাসিয়া পুঞ্জি, বধ্যভূমি-৭১, শ্রীমঙ্গল ও অন্যান্য

পার্শ্ববর্তী রেস্টুরেন্ট

লন্ডন রেস্টুরেন্ট, কুটুমবাড়ি রেস্টুরেন্ট ও অন্যান্য

পার্শ্ববর্তী হোটেল

গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ, বালিশিরা রিসোর্ট ও অন্যান্য

ঝুঁকিসমূহ

বৃষ্টির সময় বা এর পরদিন জঙ্গলপথ অত্যন্ত পিচ্ছিল হয়, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

ম্যাপ (জিপিএস লোকেশন)

https://maps.app.goo.gl/C533Ky1ZiURWAtN16

পরামর্শ

পার্কে অনুমোদিত স্থানীয় গাইডের সহায়তায় ভ্রমণ করলে পথ হারানোর ঝুঁকি থাকে না এবং জীববৈচিত্র্য সম্পর্কে অনেক তথ্য জানা যায়।



ফাইল ১

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন